সাধারণ নির্বচনঃ সুখ বলে কিছু নেই!
বিশেষ নির্বচনঃ কান্নায় জীবনের শুরু-
কষ্টানুভুতির মাধ্যমেই তার শেষ,
মাঝের সময়টুকু দুঃখের সাথেই বসবাস।
দুঃখ একটু কমলে সুখ সুখ মনে হয়-এতোটুকুই ।
প্রমাণঃ যতো মানুষের সাক্ষাৎকার নিয়েছি আমি,
যদিও প্রাথমিকভাবে সবাই বলেছে- ভালো আছি!
কিন্তু কিছুক্ষণ পরেই দুঃখের গল্প, কবিতা, গান শুনিয়েছেন আমাকে!
কম-বেশি দুঃখের সাথে তাদের বাস্তব সময়কাটে,
সুখের সাথে বিপরীত সখ্যতা চলে বিরামহীন-
তাদের কাছে সুখ মানে- দুঃখের সাময়িক উপশমন, কিছুটা তীব্রতাহীন!
জীবনে সুখ বলে কিছু নেই- দুঃখের মাত্রা কম অথবা বেশি!
প্রমাণিত!
বিশেষ নির্বচনঃ কান্নায় জীবনের শুরু-
কষ্টানুভুতির মাধ্যমেই তার শেষ,
মাঝের সময়টুকু দুঃখের সাথেই বসবাস।
দুঃখ একটু কমলে সুখ সুখ মনে হয়-এতোটুকুই ।
প্রমাণঃ যতো মানুষের সাক্ষাৎকার নিয়েছি আমি,
যদিও প্রাথমিকভাবে সবাই বলেছে- ভালো আছি!
কিন্তু কিছুক্ষণ পরেই দুঃখের গল্প, কবিতা, গান শুনিয়েছেন আমাকে!
কম-বেশি দুঃখের সাথে তাদের বাস্তব সময়কাটে,
সুখের সাথে বিপরীত সখ্যতা চলে বিরামহীন-
তাদের কাছে সুখ মানে- দুঃখের সাময়িক উপশমন, কিছুটা তীব্রতাহীন!
জীবনে সুখ বলে কিছু নেই- দুঃখের মাত্রা কম অথবা বেশি!
প্রমাণিত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন