অথচ বাবা এখন চুপচাপ থাকেন!
ক'দিন আগেও ছিলেন চঞ্চল, কর্মক্ষমতা ছিলো চোখে পড়ার মত-
পরিবার থেকে বিশ্বরাজনীতি অবধি খবর নিতেন- প্রতিদিন কোথায় কি ঘটছে যতো!
পরিবার থেকে বিশ্বরাজনীতি অবধি খবর নিতেন- প্রতিদিন কোথায় কি ঘটছে যতো!
আমাদের প্রয়োজনে- ছুটোছুটির ঘাম দেহেই শুকাতেন,
রাতদিন সংসার, সন্তান নিয়ে কতো ভাবনা ছিলো তার,
ছোট থেকেই বাবার যে রূপ দেখে এসেছি- আজ আকাশ-পাতাল তফাৎ!
ভালোবাসার রূপ ছিলো,
শাসনকর্তার রূপ ছিলো,
রূপ ছিলো দায়িত্বশীলতার।
রাতদিন সংসার, সন্তান নিয়ে কতো ভাবনা ছিলো তার,
ছোট থেকেই বাবার যে রূপ দেখে এসেছি- আজ আকাশ-পাতাল তফাৎ!
ভালোবাসার রূপ ছিলো,
শাসনকর্তার রূপ ছিলো,
রূপ ছিলো দায়িত্বশীলতার।
হঠাৎ এক মধ্যরাতে কি হলো- বাবা নেতিয়ে পড়লেন,
পরক্ষণে ডাক্তার সাহেব বললেন- স্ট্রোক!
এরপর থেকে বাবা এখন শিশুর মত প্রায়,
কথা কম, কর্মক্লান্তি, উদাসীনতা, অভিমান নিয়ে চলছে জীবন।
পরক্ষণে ডাক্তার সাহেব বললেন- স্ট্রোক!
এরপর থেকে বাবা এখন শিশুর মত প্রায়,
কথা কম, কর্মক্লান্তি, উদাসীনতা, অভিমান নিয়ে চলছে জীবন।
আমরা ব্যস্ত হয়ে পড়ি, জীবনের বাস্তবতায় স্বাভাবিক কাজকর্মে যে যার মতন-
বাবা এখন অসহায়!
কেমন আছেন- বুঝতে দেন না,
অথবা আমরা বুঝতে পারি না!
তবুও চলছে সময়...
স্ট্রোক করা বাবা আমার-
শারীরিকভাবে, মানসিকভাবে যতটুকু ভালো থেকে পারো, তোমার বেঁচে থাকাই-
এখনও বটের ছায়ার নিচে ক্লান্ত পথিকের মত- শান্তির জীবন আমার।
যদি অবহেলা হয় আমার তোমার প্রতি, অভিমান রেখো না, ক্ষমা করো।
বাবা এখন অসহায়!
কেমন আছেন- বুঝতে দেন না,
অথবা আমরা বুঝতে পারি না!
তবুও চলছে সময়...
স্ট্রোক করা বাবা আমার-
শারীরিকভাবে, মানসিকভাবে যতটুকু ভালো থেকে পারো, তোমার বেঁচে থাকাই-
এখনও বটের ছায়ার নিচে ক্লান্ত পথিকের মত- শান্তির জীবন আমার।
যদি অবহেলা হয় আমার তোমার প্রতি, অভিমান রেখো না, ক্ষমা করো।
ভালোবাসি তোমায়, স্ট্রোক করা বাবা আমার- ভালো থেকো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন