ভাসো মন ভাসো, শূণ্যে ভাসো প্রেমে!
ভাসো মন ভাসো, ভাসতে ভাসতে- 
মেঘের কপাট খোলো অথবা খুলতে দাও । তারপর,
প্রবেশ করো অথবা করতে দাও- আরও একটু শূণ্যের মাঝে,
শূণ্য একটু বড় হলো, এরপর শূণ্য রহস্য আরও রহস্যময়!
দূর্গম্য সে পথে একটু আগাও-একটু পিছাও, তবে চলতে দাও-
থেমে যেও না, গবেষণা বাড়াও। মন স্থির।
সৃষ্টির রহস্য উন্মোচণে-
এই খেলা থেমে গেলে থেমে যায় সভ্যতা!
আদিম থেকে বর্তমানরূপ সর্বসমেত মনে রেখো-
শূণ্যের শক্তি নিজ মনে আবেশিত করা যায়- সাধনায়।
তিন শূণ্যে মহাশক্তি- খেলো শূণ্যের খেলা নির্জন নিস্তব্দতায়!