চেয়ে দেখো...
যেখানে আঁকাশ মিলেছে সবুজের সাথে-ও ভ্রান্তি!
কারও নয়নের সাথে মেলেনা কারও নয়ন,
প্রত্যেকেরই অবস্থান-
আলাদা আলাদা দ্রাঘিমাংশে, আলাদা আলাদা অক্ষাংশে,
বিজ্ঞানী পাউলী'র মতও এমন-
একই অবস্থায় দুইটি ইলেকট্রন একই অবস্থানে থাকে না।
জনে জনে আলাদা হস্তরেখা, আলাদা নয়ন, জনে জনে আলাদা চিন্তা, আলাদা মন।
জমজ জাতকেও তাই- আমরা খুজে পাই কম-বেশি ভিন্নতা!
যেখানে আঁকাশ মিলেছে সবুজের সাথে-ও ভ্রান্তি!
কারও নয়নের সাথে মেলেনা কারও নয়ন,
প্রত্যেকেরই অবস্থান-
আলাদা আলাদা দ্রাঘিমাংশে, আলাদা আলাদা অক্ষাংশে,
বিজ্ঞানী পাউলী'র মতও এমন-
একই অবস্থায় দুইটি ইলেকট্রন একই অবস্থানে থাকে না।
জনে জনে আলাদা হস্তরেখা, আলাদা নয়ন, জনে জনে আলাদা চিন্তা, আলাদা মন।
জমজ জাতকেও তাই- আমরা খুজে পাই কম-বেশি ভিন্নতা!
ভিন্নতায় বৈচিত্র্য, বৈচিত্র্য সুন্দর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন