ক্রিকেটময় বাংলা কবিতার বিশ্বকবি-
ক্রিকেটবিশ্বে উচ্চ্তা যার আকাশ সমান,
ব্যাটে-বলে তাক লাগানো সব্যসাচী,
বাঘেদের বাঘ- সাকিব আল হাসান ।।
শব্দের সাথে শব্দের সুন্দর গাথুনি-
কবিতার যেমন মোহময় অলংকার,
রানের সাথে রানের গাথুনিতে-
লেখা নিপুন "ব্যাটিং মহাকব্য" তার ।
সময়ে সময়ে উপমায়-রূপমায়-
কবিতারা যেমন নিত্য নতুন সাজে,
বাহারি ঘুর্ণিতে "বলিং কবিতা" তার-
চলে বীরদর্পে তেমন ক্রিকেট রাজে।
বিশ্বক্রিকেটে হুংকার দেয়া এই বাঘটিই-
বাংলা ক্রিকেটের বিশ্বকবিঃ সাকিব আল হাসান,
ওরই সাফল্যে, ওরই ভালোবাসায়-
লাল-সবুজ পতাকার হোক আরও উঁচু শিরস্ত্রাণ ।।
------------------
উৎসর্গঃ সাকিব আল হাসানকে ।
ক্রিকেটবিশ্বে উচ্চ্তা যার আকাশ সমান,
ব্যাটে-বলে তাক লাগানো সব্যসাচী,
বাঘেদের বাঘ- সাকিব আল হাসান ।।
শব্দের সাথে শব্দের সুন্দর গাথুনি-
কবিতার যেমন মোহময় অলংকার,
রানের সাথে রানের গাথুনিতে-
লেখা নিপুন "ব্যাটিং মহাকব্য" তার ।
সময়ে সময়ে উপমায়-রূপমায়-
কবিতারা যেমন নিত্য নতুন সাজে,
বাহারি ঘুর্ণিতে "বলিং কবিতা" তার-
চলে বীরদর্পে তেমন ক্রিকেট রাজে।
বিশ্বক্রিকেটে হুংকার দেয়া এই বাঘটিই-
বাংলা ক্রিকেটের বিশ্বকবিঃ সাকিব আল হাসান,
ওরই সাফল্যে, ওরই ভালোবাসায়-
লাল-সবুজ পতাকার হোক আরও উঁচু শিরস্ত্রাণ ।।
------------------
উৎসর্গঃ সাকিব আল হাসানকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন