রবিবার, ১৬ জুন, ২০১৯

ব্লিডিং হার্ট, অত:পর!

উড়তে উড়তে ঘুরতে গিয়েছিলাম পরিস্তানে- ভ্রমর হয়ে!
ওখানে একটি জায়গার নাম গুল-ই-স্তান, এই বাগানেই পরিদের বাস।
এক এক ফুল রূপে থাকে এক এক পরি,
গুলবাহারে বাহারি রঙে দৃষ্ট্রি ভ্রম হলো প্রায়-
গোলাপী ডাকে লাল ঠোটে!
অপরাজিতা ডাকে নীল চোখে!
জবা ডাকে কপালের টিকলি নেড়ে নেড়ে!
শিউলি ডাকে শুভ্র বসন পড়ে!
এভাবে এক এক করে সবাই ডাকলো তার যৌবনাদীপ্ত অঙ্গ খেলায়-
আমি তখনও ভাসছি আনন্দ মনে পরিস্তানের ভ্রম ভেলায়! 
হঠাৎ চোখ পড়লো-একটি গাছের ডালে সারি সারি ফুল- রক্তের মত লাল! 
অন্য সব ফুলের চেয়ে তাকেই ভালো লাগলো,
অসাধারণ সৌন্দর্য্য আছে দৃষ্টি টানার- আমিও আকর্ষিত হলাম তার প্রেমে!
সেই থেকে আমার শরীরময় লাল দাগ, শয্যাশায়ী!
জ্ঞান হারিয়ে পড়ে ছিলাম ঘাসের বুকে-
পরিস্তানের কবিরাজমশাই এসে বলে গেলেন-
ফুলটির নাম "ব্লিডিং হার্ট"। কর্মে- বিষফুলও বলা যায়!
আরও বলে গেলেন,
রূপ দেখে নয়, গুন দেখে মন দিতে হয়!
শুনে-
আমি কেঁদে মরি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন