সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

ফিলিস্তিন

 ফিলিস্তিন

- সাকিব জামাল


টুকরো টুকরো পাথরে বোনা স্বাধীনতার স্বপ্ন 

কচি ঘাসের গায়ে লেগে থাকা রক্তের দাগ

তোমরা বোঝ না? 

তোমরা বোঝ না, কতোটা অধিকারহারা হলে

আপন সন্তানের মৃতমুখ দেখেও

বাবা বলে ওঠেন, "হে আরশের মালিক,

তবুও আমার পরিচয়টুকু নিশ্চিত করো!"


অথচ তোমরা পাথরের টুকরোগুলোকে 

ভয়ঙ্কর বলো বোমারু বিমানের চেয়ে!

তাদের পক্ষে জলসা বসাও। সংঘ করো।

সন্ত্রাসবাদের তকমা দিয়ে- 

অস্বীকার করো স্বাধীনতার সংগ্রাম।

অন্যান্য মানবাধিকারের হিসাব দূরে থাক!

শুধু এতোটুকু হিসাব করো,

কে কতজন মানুষ মেরেছে, 

কে কতোটা দখলবাজ?


তবে, জেনে রেখো, একদিন এইসব পবিত্র পাথরের টুকরোই

আল-আকসাকে মুক্ত করার জন্য যথেষ্ট হবে!

--------

কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন