সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

নাগরিক পত্র

 নাগরিক পত্র

- সাকিব জামাল


তোমার চোখে তাঁকিয়ে-

শব্দহীন কত কথা বলে যাই আমি!

তুমি বুঝে নিও বাতাসের কম্পন।

বুঝে নিও ডপলার ইফেক্ট। 

যদি তুমি চাও, আমার চুপকথারা 

মুখর হবে স্বাধীনতার গানে 

ভালোবাসার রাজপথে!

পাশাপাশি হেটে যাব আমরা বহুদূর

সুশাসনের স্মার্ট সড়কে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন