এইসব শীতবৃষ্টি এবং কয়েকটি কাক
- সাকিব জামাল
এইসব শীতবৃষ্টির কালে, নীড়হারা পাখিরা উড়ে বেড়ায়।
ডাস্টবিনে রাখা চোখে অন্ধকার নামে,
জলস্রোতে ভেসে যায় রুটি-রুজির শেষ ভরসা!
নাগরিক সমাজ ভীষণ ব্যস্ত হয়ে পড়ে
সামসময়িক রাজনৈতিক কোলাহলে!
অথচ উষ্ণতার কোন খোঁজ খবর মেলে না
দারিদ্র্যসীমার নিচু রেখা বরাবর।
কী দুর্ভাগ্য এই জনমের! কয়েকটি কাক
তখনও ভুণা খিচুড়ি'র পঙতি সাজায় বেপরোয়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন