রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

স্রোত

 স্রোত

- সাকিব জামাল


নিরিবিলি গভীর রাতে, নদী তোলে গান

অঙ্গে অঙ্গে ছলাৎ ছলাৎ সুরে।

জলের ছোঁয়ায় জল, 

বিগ ব্যাং রহস্য নিয়ে বেড়ায় ঘুরে।

পৃথিবীর বুকে-

শাখা নদী হয় জাতক।

কী দারুণ জেনেটিক্স কেরামতি!

স্রোতে স্রোতে জলের বাড়ে গতি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন