রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

পুড়ছি তোর প্রেমে!

 পুড়ছি তোর প্রেমে!

- সাকিব জামাল


প্রেমের আগুনে পুড়ে

বিচ্ছিন্ন ফানুস হয়ে উড়ে গেছি দূরে।

দগ্ধ মন ভর্তি এখন 

একাকীত্বের বার্ন ইউনিটে, 

ভীষণ যন্ত্রণা কাতর!

ও ডাক্তার, 

বিরহ দহন আমার 

নেভানোর মায়া নেই কী তোর?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন