বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

ধ্যানবিন্দু

 ধ্যানবিন্দু

- সাকিব জামাল


আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

তুমি কথা কও নিরবে। তোমার কথার 

রহস্যপথ ধরে আমি ধ্যান করি; 

ধ্যান করি আকাশে ওড়বার। 

নীল শূণ্যতার মাঝে 

কী দারুণ পালঙ্ক এক! 

থাকতে চাই ওখানে বাকি কাল।

সম্ভব? সম্ভব না? দ্বিধায় ডুবে রই!

ডুবে যাই, আমি শুধু ডুবে যাই...

আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন