বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

গোলাপ জ্বালা

 গোলাপ জ্বালা

- সাকিব জামাল


বকুল ফুলে কেমন যেন 

বিরহ ঘ্রাণ পাই!

মালা নয় প্রিয়, গোলাপের 

জ্বালা দিও তাই!

কাঁটায়, জ্বালায় 

তেমন ভয় নেই আমার 

সইতে পারি বেশ!

তবু থাকুক প্রেম

বাঁচুক প্রেম

হোক বিরহ নিরুদ্দেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন