রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ফুটে ওঠো লাল গাঁদা ফুল

 ফুটে ওঠো লাল গাঁদা ফুল

- সাকিব জামাল


হিম হিম বাতাসে, কেমনতর আগুনে পুড়ে যায় মন!

ফুটে ওঠো লাল গাঁদা ফুল এই সময়ে, 

প্রজাপতি ডানার চাদরে উষ্ণতার মায়া

রাত্রির প্রহরে তীব্র হয় যখন। 

চোখে চোখে গাঢ় বিরহে কুয়াশার জল

মুছে দাও, মুছে দাও যুগপথ ওমে। 

তারপর ভোর হোক। 

ভোর হোক আকাঙ্খার আকাশে 

সূর্যোদয়ের সফল গানে- প্রেমে এবং সংবিধানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন