সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ছদ্মবেশ
- সাকিব জামাল
ভেবেছিলাম বেহুলা তোমায়
অথচ মনসা রূপ ধরে
কেটে দিলে হৃদয়,
এখন ভেসে বেড়াই একা
দিক, দিশাহীন
বিরহমুখর কলার ভেলায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন