বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

লাইলি

 লাইলি

- সাকিব জামাল


মাওলানা রুমি'র সাথে কথা হলো আমার! 

বললেন,"প্রেমিকের কোন ভয় নেই, যার মঞ্জিল প্রেম!" 

আমি আকাশের দিকে তাঁকিয়ে রইলাম কিছুক্ষণ। 

দু'চোখে উত্তাল সমুদ্র ঢেউ, 

গড়িয়ে পড়া জল হাতের মুঠোয় নিয়ে- 

মাঝরাতে মোনাজাতে বললাম, 

"লাইলি, আপনি কই?" 

নৈঃশব্দ্য মুচকি হেসে উঠলো। আমি কেঁপে উঠলাম। 

অনুভব করছি, ঘাম ঝরছে দেহের। 

নদীতে বইলো স্রোত। 

সবুজ হইলো জমিন। 

সোনালি ফসলের অপেক্ষায় এখন; 

বয়ে চলছি জীবন রহস্যপথে অবিরাম- দিশাহীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন