মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বৃষ্টিভেজা রাত, একটি দাড়কাক আর আমি...

 বৃষ্টিভেজা রাত, একটি দাড়কাক আর আমি...

- সাকিব জামাল


ধীরে ধীরে রাতের শরীর পূর্ণযৌবনপ্রাপ্ত হলো, 

আকাশে হঠাৎ বিজলীর চমক, মেঘের ওড়াউড়ি 

বৃষ্টির গান। আশ্চর্য আবেগে আমি 

জানালা খুলে দেই, দেখি- 

একটি দাড়কাক, ল্যামপোস্টের মাথায় 

ভিজছে একা। স্পষ্টত বিরহক্লান্ত! 

কথা বলি, গল্প শুনতে চাই ওর। 

অসহায় দু'চোখ, ভেজা শরীর, দীর্ঘশ্বাসের ভাঙাস্বর তার 

বলে দেয় আমায়, হৃদয় ভাঙার শেষে- 

কোনও রিকনসাইল প্রসেস কাজ করে না আর! 

বিরহবোধে আমি তখন একাকার হয়ে যাই, 

একাকার হয়ে যাই দাড়কাকের হারানো বাস্তুসংস্থানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন