বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

তবুও ফোটে ছাতিম ফুল

 তবুও ফোটে ছাতিম ফুল

- সাকিব জামাল


রাতের প্রেমে বইছে ছাতিম ফুলের ঘ্রাণ 

পাগল প্রাণ, আমার পাগল প্রাণ! 

ধুপ-ধুনো জ্বালাই 

তোমারে খুঁজি। 

না-পাই, না-পাই, তোমারে না-পাই! 

আরতি আমার; হাতের মুঠোয় নিয়ে- 

চোখের জলে ভিজাই। 

অতঃপর আমি হই শিশির! 

ঘাসের বুকে ঝরে ঝরে পড়ি। 

বিরহ দহনে উড়ে যাই, 

উড়ে যাই; 

দূর নক্ষত্র জগতে... 

তবুও ফোটে ছাতিম ফুল! 

বিরহ পিছু ছাড়ে না কবি'র লোকান্তরে। 

-------- 

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন