রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

স্বৈরাচারের ছল

স্বৈরাচারের ছল
- সাকিব জামাল

বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্ 
এই দেশেতে চলবে না আর 
                স্বৈরাচারের ছল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্।। 

জনতার মুখোমুখি হইতে হবে 
বিচার তোমায় পাইতে হবে 
      পাইতে হবে গণহত্যার ফল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্।। 

বাংলাদেশের সব জনতা 
জেগেছি, আর ভয় পাবো না 
      অধিকার আদায়ে আমরা সবাই 
               আপোষহীন অবিচল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন