মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পথ

 পথ

- সাকিব জামাল


আপাত চোখে সরল রেখা 

    একটু একটু বেঁকে, 

কালে কালে হয় বক্র রেখা 

    পথ চলো তাই দেখে! 

শুরু আর শেষটা মনে রেখো 

     কম্পাস ধরো ঠিক, 

সময় গেলে যায় না ফেরা 

     দিশায় রেখো দিক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন