সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
বিপ্লবী সূর্য
- সাকিব জামাল
নভেম্বরের বিপ্লবী সূর্য
আবার উঠেছে হেসে,
ফ্যাসিবাদ যাবে এবার
গণজোয়ারে ভেসে।
বহুদলীয় গণতন্ত্র চর্চায়
মাতবে আমার দেশ,
জনতার সব অধিকার
নিশ্চিত হবে বেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন