(আমার মতে)

কবিতা হলো :
                 জনকন্ঠ ।
            কালের কন্ঠ ।
সারা পৃথিবীকে আলোকিত করার প্রয়াসের-
           প্রথম আলো ।
অধিকারহারাদের-
    প্রতিদিনের সংবাদ ।
ইতিহাসের আলোকে-
                সমকাল । 
      এবং অতীতচিত্রের-
          যায় যায় দিন।
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ‌্যে, আম জনতার-
             ইনকিলাব ।
মানবসভ্যতার দীর্ঘ কথামালা ভরা পাতার যুগ-
               যুগান্তর ।
মানবতার কল্যাণ সাধনে চিরদিনের-
           মানবজমিন ।