বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

বেশি পোড়াতে নেই মন

মনমাটি উর্ব্বর জমিন- পলিমাখা বেশ,
যেমন খুশি তেমন ফসল জন্মাতে পারো- সবুজ দেশ ।
পরীক্ষায় পরীক্ষায় পুড়িয়ে পুড়িয়ে-
খাঁটি করতে করতে ইটে পরিনত হয় মনমাটি ঘুরিয়ে ঘুরিয়ে !
ফলাফলঃ হিতে বিপরীত- বাড়ে আস্থাহীনতা ।
ভালোবাসাবৃক্ষের শিকড় ইটে গ্রোথিত হয় না!

বেশি পোড়াতে নেই মন ।
মনমাটি রূপ নিলে পোড়ামনে-
সম্পর্ক ভাঙন । একলা জীবন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন