মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

নীড় হারা এক পাখি

নীড় হারা এক পাখি
তীর হারা এক নায় ।
ঢেউয়ে জলে হেলে দোলে
ফিরবে কখন তীরের কোলে-
ও ও ও ও ভোলা মন
সময় বয়ে যায় ।।

কতো আশা পোষা মনে
তরী ভিরবে সুখের ক্ষনে ।
চার পাশে অথৈ জল
সুখের নামে দুখের ছল-
ও ও ও ও ভোলা মন
তীরে পৌছানো দায় ।।

একলা আসা একলা গমন
এরই নাম মানব জনম ।
মাঝখানে সব রঙ ঢঙ
কাজ কারবারি নানা সঙ-
ও ও ও ও ভোলা মন 
দুই দিনের দুনিয়ায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন