হঠাৎ গভীর রাতে এখন যে কবিতা লিখি-
তুমিময় রাতের সময় !
তুমিময় রাতের সময় !
স্মৃতিরা অজান্তে আঘাত হানে নিউরনে,
খুঁজে ফেরে অতীতসময় সুখবিলাসী মনে ।
স্মৃতির পাতা-
উল্টে দেখি, উল্টে দেখি, উল্টে দেখি-
তুমি, তুমি, তুমি ।
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
খুঁজে ফেরে অতীতসময় সুখবিলাসী মনে ।
স্মৃতির পাতা-
উল্টে দেখি, উল্টে দেখি, উল্টে দেখি-
তুমি, তুমি, তুমি ।
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
কখনো স্বরবৃত্তে দ্রুত লয়ে তোমাকে সাজাই,
পরক্ষণে মাত্রাবৃত্তে সুর তালে তোমাকে সাজাই,
আবার কখনো অক্ষরবৃত্তে মুক্তমনে তোমাকে সাজাই,
এভাবে তোমাকে কেন্দ্রে রেখে বৃত্তবন্দি হয়ে সময় গড়াই ।
হোক ছন্দে ছন্দে-
অথবা ছন্দহীন শব্দ চয়নে,
মনের সব স্বপ্নরা কথা বলে-
চেতনে, অবচেতনে !
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
পরক্ষণে মাত্রাবৃত্তে সুর তালে তোমাকে সাজাই,
আবার কখনো অক্ষরবৃত্তে মুক্তমনে তোমাকে সাজাই,
এভাবে তোমাকে কেন্দ্রে রেখে বৃত্তবন্দি হয়ে সময় গড়াই ।
হোক ছন্দে ছন্দে-
অথবা ছন্দহীন শব্দ চয়নে,
মনের সব স্বপ্নরা কথা বলে-
চেতনে, অবচেতনে !
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
মিথ্যে বলি না- দিনে ব্যস্ত রাখে আমায় ক্ষুধারা,
আর ব্যস্ততা সাধারণত আমি কেন্দ্রিকই হয় ।
তবে রাত্রিবেলার সব চিত্রায়নে তোমাকেই প্রতিমা গড়ি,
রাতজাগা পাখি হয়ে তোমার দেহ-মনের কবিতা পড়ি !
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
আর ব্যস্ততা সাধারণত আমি কেন্দ্রিকই হয় ।
তবে রাত্রিবেলার সব চিত্রায়নে তোমাকেই প্রতিমা গড়ি,
রাতজাগা পাখি হয়ে তোমার দেহ-মনের কবিতা পড়ি !
গভীর রাতে এখন-
প্রায়ই এমন হয়ঃ
তুমিময় রাতের সময় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন