বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

আজ কিছু হতে চলেছে

সাঁঝেই দেখি আজ তার কেমন কেমন সাজ!
মরুমন বলে রাতে বৃষ্টি হতে পারে আজ!!
উষ্ণতা শীতলীকরনে সময় লাগে-
হয়তো গড়িয়ে তা গড়াতে পারে মধ্যরাতের ভাগে!
তবুও, হয় না জলের খেলা কতোদিন, কতোক্ষন,
ভেজে না যুগল পাখির নগ্ন পদ্মাসন!
সবুজ সবুজ অবুঝ অবুঝ জমিনের প্রাণে-
অপেক্ষা তার নুপুরধ্বনি শোনার ধ্যানে!
মন বলে সে আসতে পারে- ভেলা করে পবনে
মধ্যরাতে- তৃষ্ণার্ত প্রেমিকের কুঞ্জবনে!

যার কথা বলছিলাম, সে-
"বৃষ্টি" । বহুদিন সে আসেনা । 
মন বলেছে-
বোধহয়, আজ কিছু হতে চলেছে!
হিম হিম পরশ দিয়েছে দখিনা বাতাস,
দেখেছি, বেলা শেষে মেঘাচ্ছন্ন শরতের আকাশ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন