চলছে পুজো... শুভ ক্ষণ, মহা অষ্টমীর দিন ।
বালিকা, মনে রেখো- তোমার কপালে সিঁদুর পড়াবো একদিন ।
কতোটা বসন্ত বুকে চাঁপা রেখে পেরিয়েছি কতো শরৎ একা-
অবশেষে পেমের দেবী সাধনাতৃপ্ত । হলো তোমার-আমার দেখা ।
শুভ ক্ষণ, মহা অষ্টমীর দিন ।
তোমাকেও দেবীর মত লেগেছে! চোখে মনে অন্তর কোনে কোনে-
মন্দির সাঁজিয়ে সপ্ত অর্ঘসমেত ঠায় দাড়িয়ে আছি লুকায়িত সপনে-
তোমার কপালে সিঁদুর পড়াবো একদিন ।
অষ্টমীর বালিকা থেকে আমার প্রেমের রাধিকা হবে সেদিন ।।
বালিকা, মনে রেখো- তোমার কপালে সিঁদুর পড়াবো একদিন ।
কতোটা বসন্ত বুকে চাঁপা রেখে পেরিয়েছি কতো শরৎ একা-
অবশেষে পেমের দেবী সাধনাতৃপ্ত । হলো তোমার-আমার দেখা ।
শুভ ক্ষণ, মহা অষ্টমীর দিন ।
তোমাকেও দেবীর মত লেগেছে! চোখে মনে অন্তর কোনে কোনে-
মন্দির সাঁজিয়ে সপ্ত অর্ঘসমেত ঠায় দাড়িয়ে আছি লুকায়িত সপনে-
তোমার কপালে সিঁদুর পড়াবো একদিন ।
অষ্টমীর বালিকা থেকে আমার প্রেমের রাধিকা হবে সেদিন ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন