সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

আমি ফানুস ওড়াবো

এই লক্ষী জোছনায়-
তোমার হৃদয়াকাশ
আমাকে কিগো চিরতরে
দান করা যায়?
আমি ফানুস ওড়াবো,
একটু ফানুস ওড়াবো ভালোবাসায় ।।

মন মন্দিরে আজ ইচ্ছেরা-
নিরলস শুধুই উড়ছে, 
দেবী ভেবে ভেবে তোমায়-
পুজারী মত চারপাশে ঘুরছে, 
ঢোল বাজিয়ে কিগো
রটিয়ে তবে দেয়া যায়?
আমি ফানুস ওড়াবো,
একটু ফানুস ওড়াবো ভালোবাসায় ।।

কথা দিলাম আমার ফানুস,
দেখে অবাক হবে সকল মানুষ!
প্রেমের আলো করবে দান
যতদিন এ জীবন রবে বহমান!
তবে কিগো জোছনাবতী
তাকাবে আমার পানে মনের মায়ায়?
আমি ফানুস ওড়াবো,
একটু ফানুস ওড়াবো ভালোবাসায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন