১.
দীঘল চুলে 
চৌম্বক আকর্ষণ 
প্রেমিক কূলে ।

২.
মনটা বলে 
বিরহ ধুয়ে ফেলি 
বরষা জলে ।

৩.
শীতের সনে 
প্রেমের গল্প জমে 
চাদরে মনে ।

৪.
তুমিই সুখ 
কুয়াশা তাড়ানো 
সূর্য ময়ূখ ।

৫.
নিরাশ প্রাণে 
মাছরাঙার ধ্যানে 
দৃঢ়তা আনে ।