জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
অডিও ভিডিও লাইভ চ্যাটিং,
লং ড্রাইভ আউট গোয়িং,
রেস্টুরেন্টে ট্রিট, মিটিং
বইপড়ার সময়? ওটা তাদের মেলে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
অডিও ভিডিও লাইভ চ্যাটিং,
লং ড্রাইভ আউট গোয়িং,
রেস্টুরেন্টে ট্রিট, মিটিং
বইপড়ার সময়? ওটা তাদের মেলে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
স্যোশাল মিডিয়া সেলফি ঢঙ
মনে বড় পশ্চিমা রঙ
আপলোডিং আর ডাউনলোডিং,
সাহিত্য সংস্কৃতিতে সময় বোরিং!
কবিতা? ওটা এ যুগে চলে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
মনে বড় পশ্চিমা রঙ
আপলোডিং আর ডাউনলোডিং,
সাহিত্য সংস্কৃতিতে সময় বোরিং!
কবিতা? ওটা এ যুগে চলে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
প্লেবয়, ভোগ, ফোর্বস এসবই বেশ
কতো মর্ডান, আপডেটেড !
সাহিত্য কাগজে আছে কি রেশ ?
ওসব বড় ব্যাক ডেটেড !
সাহিত্যপাতা? ওটাতে মন মাতে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
কতো মর্ডান, আপডেটেড !
সাহিত্য কাগজে আছে কি রেশ ?
ওসব বড় ব্যাক ডেটেড !
সাহিত্যপাতা? ওটাতে মন মাতে না !
জানেন দাদা, বড়লোকে কবিতাটা ভালোবাসে না !
তবে আমি যা মেনে চলি-
প্রশস্ত হৃদয়কে বড়লোক বলি ।
সংস্কৃতিমনা যারা- তারাই ভালো,
জগতে আনে- তারাই আলো ।
জানেন দাদা, এসব লোকে-
কবিতা ভালো নাবেসে পারে না !
প্রশস্ত হৃদয়কে বড়লোক বলি ।
সংস্কৃতিমনা যারা- তারাই ভালো,
জগতে আনে- তারাই আলো ।
জানেন দাদা, এসব লোকে-
কবিতা ভালো নাবেসে পারে না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন