মাঝরাতে কবিতার মাঝে সীমাহীন সুখ,
ভাঁজেভাঁজে প্রেমের বইয়ে মুছে যায় দুখ ।
মুখোমুখি পাঠের আসর জমে ওঠে বেশ,
'চোখেচোখ' প্রথম কবিতা দীর্ঘক্ষণ রেশ ।
দ্বিতীয়ার পাতায় আঁকানো ঠোট লাল রঙ,
পরশেই কবিতার বুকে এলোমেলো ঢঙ ।
এরপর উষ্ণতায় ভরা নগ্ন কাঁধ রূপ,
অগভীর কুপে ডুবে কবি রুদ্ধশ্বাস চুপ ।
'লজ্জাবতী লাজ ভাঙ্গো' কাব্যময় ষষ্ঠ পাতা,
রাত্রিকাব্যে সপ্ত স্বর্গে প্রেম পৌন:পৌনিকতা ।
ভাঁজেভাঁজে প্রেমের বইয়ে মুছে যায় দুখ ।
মুখোমুখি পাঠের আসর জমে ওঠে বেশ,
'চোখেচোখ' প্রথম কবিতা দীর্ঘক্ষণ রেশ ।
দ্বিতীয়ার পাতায় আঁকানো ঠোট লাল রঙ,
পরশেই কবিতার বুকে এলোমেলো ঢঙ ।
এরপর উষ্ণতায় ভরা নগ্ন কাঁধ রূপ,
অগভীর কুপে ডুবে কবি রুদ্ধশ্বাস চুপ ।
'লজ্জাবতী লাজ ভাঙ্গো' কাব্যময় ষষ্ঠ পাতা,
রাত্রিকাব্যে সপ্ত স্বর্গে প্রেম পৌন:পৌনিকতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন