সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

যে এখন আর আমার নাই

যে এখন আর আমার নাই
তারে খুঁজে লাভ কি?
মন বোঝাতে বসেছিলাম
মন বলে, দোষ কি ?
তারে খোঁজায় দোষ কি!

আমি বলি, পাগল মন
শোন কান খুলে শোন,
যে পাখি উড়ে যায়-
ফেরে না সে খাঁচায়,
এ আর বলো নতুন কি!

মন বলে, নাই উপায়-
প্রথম প্রেম ভোলা দায়!
সে পেরেছে, সে গিয়েছে-
ভুল বুঝে নীড় ছেড়েছে 
আমি ভুলতে পারি কি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন