হে বন্ধু আমার,
আমন্ত্রণ থাকলো তোমায়-
উষ্ণ ভালোবাসায় ।
যদি আসো কখনো অগ্রণীর আঙিনায়-
কোন সেবা নেবার প্রত্যাশায়,
সময় করে, বেড়িয়ে যেও বঙ্গবন্ধু কর্ণার-
এ আমার অহংকার ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধায় নিবেদিত-
অগ্রণী ব্যাংকের শ্রেষ্ঠ কর্ণার ।
আমন্ত্রণ থাকলো তোমায়-
উষ্ণ ভালোবাসায় ।
যদি আসো কখনো অগ্রণীর আঙিনায়-
কোন সেবা নেবার প্রত্যাশায়,
সময় করে, বেড়িয়ে যেও বঙ্গবন্ধু কর্ণার-
এ আমার অহংকার ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধায় নিবেদিত-
অগ্রণী ব্যাংকের শ্রেষ্ঠ কর্ণার ।
এদেশের স্বাধীনতা এনে দিলেন যিনি,
এদেশের পতাকা এনে দিলেন যিনি,
এদেশের অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায়-
সেই মহাত্মার স্মরনে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার,
এ আমার ব্যাংকের অহংকার ।
এ আমার দেশের অহংকার ।
এ আমার জাতির অহংকার ।
এদেশের পতাকা এনে দিলেন যিনি,
এদেশের অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায়-
সেই মহাত্মার স্মরনে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার,
এ আমার ব্যাংকের অহংকার ।
এ আমার দেশের অহংকার ।
এ আমার জাতির অহংকার ।
যদি সময় করে তুমি আসো,
ভালোবেসে একটু বসো,
জানতে পারবে-
শত শত বই পাঠে-
বঙ্গবন্ধু এবং তার জীবন,
তার কর্ম, সংগ্রাম, ইতিহাস ।
আছে এখানে দুর্লভ কিছু সংগ্রহ-
সাজানো সুন্দর পরিবেশে,
মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলার-
অনুপম প্রয়াস ।
ভালোবেসে একটু বসো,
জানতে পারবে-
শত শত বই পাঠে-
বঙ্গবন্ধু এবং তার জীবন,
তার কর্ম, সংগ্রাম, ইতিহাস ।
আছে এখানে দুর্লভ কিছু সংগ্রহ-
সাজানো সুন্দর পরিবেশে,
মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলার-
অনুপম প্রয়াস ।
হে বন্ধু আমার,
আমন্ত্রণ থাকলো তোমায় ।
বর্তমান ব্যবস্থপনা পরিচালক মহোদয়ের এ উদ্ভাবন-
এদেশের ইতিহাসে প্রথম সংযোজন ।
দেখে যেও, বেড়িয়ে যেও-
বঙ্গবন্ধুকে জানতে, ভালোবেসে-
খানিক সময় দিও ।।
আমন্ত্রণ থাকলো তোমায় ।
বর্তমান ব্যবস্থপনা পরিচালক মহোদয়ের এ উদ্ভাবন-
এদেশের ইতিহাসে প্রথম সংযোজন ।
দেখে যেও, বেড়িয়ে যেও-
বঙ্গবন্ধুকে জানতে, ভালোবেসে-
খানিক সময় দিও ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন