সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

উদাহরণস্বরূপ: বিচ্ছিন্নতা!

উদাহরণস্বরূপ-
ধরো, একটি রঙিন বেলুনের উপর পাশাপাশি দুটি ফোঁটা: তুমি-আমি ।
অথবা তোমার আমার মন !

এরপর সময়ের সাথে সাথে...
চাওয়া-পাওয়ার ব্যাবধানে, দুজনের অমীমাংসিত দ্বীর্ঘশ্বাস-
বেলুনটি প্রসারিত করতে থাকে...
দুরত্ব বাড়ে ঐ ফোঁটা দুটির মাঝে: তুমি-আমি যেতে থাকি দূরে সরে...
ভালোবাসায় আস্থাহীনতা বাড়ে সন্দেহের মনে ।
তোমার সাথে আমার আর মিলছে না!
আমার সাথে তোমার আর মিলছে না!
মিলছে না মনে মন : 
হায়, হায় বলে অতৃপ্তির বাতাস বেলুনে ফু দেয় বিচ্ছিন্নতার পক্ষ!
সে উচ্চ শব্দে বেলুনের বিস্ফোরণ:
ফলাফলে বিচ্ছিন্ন- 
একটি রঙিন বেলুনের উপর পাশাপাশি দুটি ফোঁটা: তুমি-আমি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন