বিশ্বজুড়ে - অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত, মানবাধিকারবঞ্চিত মানুষগুলোর -
দীর্ঘশ্বাস : বাষ্প হোক, বাষ্প : মেঘ হোক, মেঘ : বৃষ্টি হোক !
আর সেই বৃষ্টি ঝরে পড়ুক সব মানুষের অন্তরে, অন্তরে ।
ধুয়ে-মুছে দিক কালিমা, জঞ্জাল, পশুত্ব !
সব হৃদয় সতেজ হোক ভালোবাসায় ।
সব হৃদয় সজীব হোক বন্ধুতায় ।
সব হৃদয় চির সবুজ হোক মানবতায় ।
সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থণা -
আল্লাহ মেঘ দে, বৃষ্টি দে ।
এই বলে বলে আজ কাঁদবো -
এই মর্ত্যে - একটি ভালোবাসার স্বর্গ জন্মাবো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন