সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

তোরে না দেখলে মাগো

তোরে না দেখলে মাগো
- সাকিব জামাল

তোরে না দেখলে মাগো 
দুঃখে পরান যায়, 
দিন যায় চলে, রাত যায় চলে 
কষ্টে বেদনায়।। 

জীবন যুদ্ধে নেমে আজ 
থাকি দূর পরবাসে, 
মিছে সুখ খুঁজে বেড়াই 
সে কি আর আসে? 
তোরে ছাড়া শান্তি নাই 
মাগো, এই দুনিয়ায়।। 

আঁচল ধরে পিছে পিছে 
ছেলেবেলার মতন, 
তোর কোলে মা লুকাতে চায় 
অসহায় এই মন! 
মুখোশ পড়ে ভালো থাকার 
বিদেশ ভীষণ দায়।। 

উৎসর্গঃ প্রবাসী ভাই-বোনদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন