সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

২৩ সেপ্টেম্বর, অথচ!

আজ তোমার আঙিনায় যতোটুকু ছিলো আলো
                     আমারও ছিলো আলো ততোটুকু,
আজ তোমার বারান্দায় যতোটুকু আঁধার
                            আমার বারান্দায় ততোটুকু ।
আজ যতোটুকু জোছনা তুমি পেয়েছো
                                   আমিও ততোটুকু পাই,
আজ যতোটুকু প্রেম তোমার বরাতে
                    শুধু ওতোটুকু আমার বরাতে নাই!

অাজ ২৩ সেপ্টেম্বর, অথচ!
          সমান হলো না, শেষের কবিতার তাল-
সমান হলো না তোমার-আমারঃ 
                       দিবা রাত্রির ভালোবাসাকাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন