ছিলো বিন্দুসম ।
অত:পর চোখে চোখ : মহা বিস্ফোরণ ।
প্রেমের সময়ের শুরু, সম্প্রসারিত হতে থাকে তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব ।
ভালোবাসার নানা পরতে পরতে সৃষ্টি হতে থাকে-
রোমাঞ্চকর পৃথিবী, কামনার গ্রহপুঞ্জ, সীমানা বিহীন স্বপ্নের ছায়াপথ ।
ঠোট কামড়ে সৃষ্টি হয় উত্তেজক অবিনস্ত্য অবস্থা ।
কিছুদিন চলতে থাকে সময় স্থিতিশীল ।
তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব স্থিতিশীল ।
হঠাৎ বিরহের বিচ্ছুরণ!
সংকোচন শুরু: তোমার-আমার প্রেম গ্রাস করে নেয় বিচ্ছিন্নতায়- কৃষ্ণগহ্বর ।
আবার বিন্দুসম ।
অত:পর চোখে চোখ : মহা বিস্ফোরণ ।
প্রেমের সময়ের শুরু, সম্প্রসারিত হতে থাকে তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব ।
ভালোবাসার নানা পরতে পরতে সৃষ্টি হতে থাকে-
রোমাঞ্চকর পৃথিবী, কামনার গ্রহপুঞ্জ, সীমানা বিহীন স্বপ্নের ছায়াপথ ।
ঠোট কামড়ে সৃষ্টি হয় উত্তেজক অবিনস্ত্য অবস্থা ।
কিছুদিন চলতে থাকে সময় স্থিতিশীল ।
তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব স্থিতিশীল ।
হঠাৎ বিরহের বিচ্ছুরণ!
সংকোচন শুরু: তোমার-আমার প্রেম গ্রাস করে নেয় বিচ্ছিন্নতায়- কৃষ্ণগহ্বর ।
আবার বিন্দুসম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন