সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সোনামনি নাঁচে, গায়...

আলতা রাঙা নুপুর পায়
সোনামনি নাঁচে, গায়,
মিস্টি মুচকি হেসে হেসে
কাজল কালো চোখ বাঁকায় ।।

আকাশ থেকে নামল বুঝি
ডানা কাটা পরী,
রঙিন প্রজাপতির মত
করছে ওড়াউড়ি ।
ফুলের মালা নিজে গেথে
পড়েছে তার গলায় ।।

ফুল বনে পাখির সনে
হয়েছে তার মিতালী,
সুরে সুরে খুশি মনে
শোনায় তারা গীতালী ।
আনন্দে তাই সোনামনি
মেতে ওঠে বন্ধুতায় ।।
--------------------------------------
উৎসর্গঃ আমার দুই মামনিকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন