মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

কালনী নদীর জল উতলায়

কালনী নদীর জল উতলায়
- সাকিব জামাল
------------------
শরতের শুভ্র কাশবন ভালোবাসি আমি, 
তুমুল জনপ্রিয় আমার সাদা মেঘ নীলাকাশের ।
যখন বাউলের চুল রঙ সফেদ, পরিনত শান্ত চোখ- 
ভালোবাসি তাও আমি শ্রদ্ধা সমেত ঢের ।
হঠাৎ মন কেঁদে ওঠে ভালোবাসার বাউলের প্রয়াণে-
আমিও চোখের জলে নাও ভাসাই মনে বিরহী তানে,
তখন ভালোবাসার শরতের শুভ্রতা ফিকে হয়ে যায়-
শাহ আব্দুল করিম ডাকে আমায়, ভাব সাগরে ঢেউ তুলে বেদনায়!


অস্পষ্ট কন্ঠস্বরে গেয়ে উঠি-
         কেন পিরিতি বাড়াইলারে বন্ধু…
         কাঙ্গালে কি পাইব তোমারে…


বিচ্ছেদের আগুনে - 
                            কালনী নদীর জল উতলায়!

-----------------------------
উৎসর্গ : বাউল শাহ আব্দুল করিম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন