বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

কথা দিলাম মরমী সাধক

ছেড়ে দিলে "হাছন" সাধের জমিদারী, অন্তর্যামীর প্রেম সাধনায়
ভাব সাগরে ডুব দিলে তুমি- উদাস মনে আধ্যাত্ম ভাবনায় ।


ভেদাভেদ ভুলে গিয়ে ভজন-সাধন তোমার ছিলো দীনহীনের
মনকে উড়ালে মওলার প্রেমে - বাঁধন ছিড়ে জগত মোহের ।


ভাব সাগরে তোলপাড় তুললে - মানব প্রেম উর্ধ্বে সবার
এ মহান সত্যের কলি ফুল হয়ে ফুটলো কন্ঠে তোমার ।


মরমী কবি দেওয়ান- হলে কেবলই স্রষ্টার প্রেমে দেওয়ানা ,
পরিশুদ্ধ চিন্তার কথা গানে গানে দিলে তুমি প্রেমের নজরানা !


মরনকে স্মরণ করার- অসাধারণ তোমার সব পদাবলী
সত্য পথে চলার বাহক এ জগতে, আজও সেসব স্মরি ।


এ যুগের ভ্রান্ত পথিক আমি- কিভাবে করবো তোমার বন্ধনা ?
কথা দিলাম মরমী সাধক, চেতনায় করবো ধারণ তোমার দেয়া মন্ত্রনা ।


---------------------------------
উৎসর্গ : মরমী কবি হাছন রাজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন