বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

আমার প্রেমের সাধনা

আমার প্রেমের সাধনা,
আমার মনের বেদনা,
বোঝনা, বোঝনা, বোঝনা-
তুমি কিছুই বোঝনা ।।


অহর্নিশি ধ্যানে বসি,
মনেমনে তোমায় খুজি,
সাধনা বৃথাই গেল,
তোমায় পাওয়া হলোনা ।।


আমায় ভুলে গোপনে,
আছো কোন ভুবনে?
ভালোবেসে কাছে এসে
একবার ফিরে দেখোনা ।।


তোমার জন্য জীবনবাজি,
করতে তোমায় রাজিখুশি,
তোমায় পেলে ধন্য আমি-
পূর্ণ এ মনের বাসনা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন