বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

মানবতার গান-১

চলার পথে একটি ছেলে
এসে বললো ভাই -
তোমার কাছে বাঁচার মত
পৃথিবীটা আমার চাই ।।


তুমি কি বোঝনা-
ক্ষুধার কি যাতনা ?
দরিদ্রতার কষাঘাতে
কতো শিশু আমরা,
অকালে মারা যাই।।
আমরা) অকালে মারা যাই।।


তুমি কি বোঝনা-
মূর্খতার কি বেদনা ?
ভাগ্যের পরিহাসে
কতো শিশু আমরা, পড়াশুনার সুযোগ না পাই।।
আমরা) পড়াশুনার সুযোগ না পাই।।


তুমি কি বোঝনা-
প্রতারণার কি নির্মমতা ?
অথচ অসৎ লোকের চাপে
কতো শিশু আমরা, বিপথে চলে যাই।।
আমরা) বিপথে চলে যাই।।


তুমি কি বোঝনা-
ভালোথাকার কি বাসনা ?
এই পৃথিবীতে বাঁচার তরে
কতো শিশু আমরা, হাহাকার করে যাই ।।
আমরা) হাহাকার করে যাই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন