কতো মানুষ না খেয়ে মরে,
কতোলোক বাস্তুহারা,
কতো মানুষ চিকিৎসা না পায়,
কতোলোক সর্বহারা ।
কতোলোক বাস্তুহারা,
কতো মানুষ চিকিৎসা না পায়,
কতোলোক সর্বহারা ।
এসব নিয়ে তোমার বিবেক
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
কতো মানুষ ভালো পোশাক না পরে,
কতোলোক শিক্ষার আলো ছাড়া,
কতো মানুষ নায্য পাওনা না পায়,
কতোলোক অধিকারহারা ।
কতোলোক শিক্ষার আলো ছাড়া,
কতো মানুষ নায্য পাওনা না পায়,
কতোলোক অধিকারহারা ।
এসব নিয়ে তোমার বিবেক
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
কতো মানুষ সুপথ কি চিনলোনা,
কতোলোক দিশেহারা,
কতো মানুষ কারে বলে সুখ জানলোনা,
কতোলোক আপনহারা ।
কতোলোক দিশেহারা,
কতো মানুষ কারে বলে সুখ জানলোনা,
কতোলোক আপনহারা ।
এসব নিয়ে তোমার বিবেক
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
দিয়েছে কভু কি নাড়া ?
যদি নাড়া দেয় তবে মানুষ তুমি,
নইলে মানুষের পরিচয়হারা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন