মনের মানুষ মনেই রইল,
রঙের চোখ দেখলো না !
খুজে খুজে হয়রান হইল,
অন্তরপানে চাইল না !
অান্ধার রাইতে সূর্য খোজে
কেন এই ভ্রমে ভ্রমন,
দিনের ঘুমে চাইয়া দেখে
চান্দে লাগছে গ্রহণ !
ভ্রমে, ভ্রমে জীবন সারা-
আসল পথ চিনল না ।।
মরুর দেশে জল খোজে
বৃথা ঘোরে মন পবন,
সাগর কুলে খেজুর তলে
ছায়া করে অন্বেষণ !
এমন করে জনম গেলো-
সাধের চাওয়া মিটল না ।।
অলীক কান্ধে বাস্তব লুকায়
সত্য ঢাকে মিথ্যা বাজন,
জলের মৎস ডাঙায় উজায়
ভদ্দর লোক করে পলায়ন !
ধরায় পেতে এমন আসন-
কোনই সাধন হইল না ।।
রঙের চোখ দেখলো না !
খুজে খুজে হয়রান হইল,
অন্তরপানে চাইল না !
অান্ধার রাইতে সূর্য খোজে
কেন এই ভ্রমে ভ্রমন,
দিনের ঘুমে চাইয়া দেখে
চান্দে লাগছে গ্রহণ !
ভ্রমে, ভ্রমে জীবন সারা-
আসল পথ চিনল না ।।
মরুর দেশে জল খোজে
বৃথা ঘোরে মন পবন,
সাগর কুলে খেজুর তলে
ছায়া করে অন্বেষণ !
এমন করে জনম গেলো-
সাধের চাওয়া মিটল না ।।
অলীক কান্ধে বাস্তব লুকায়
সত্য ঢাকে মিথ্যা বাজন,
জলের মৎস ডাঙায় উজায়
ভদ্দর লোক করে পলায়ন !
ধরায় পেতে এমন আসন-
কোনই সাধন হইল না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন