বাংলা বোলে হৃদয় দোলে,
অন্য বোলে না!
না, না, না, অন্য বোলে না!
তোরা সব বাংলা গান গা,
তোরা সব বাংলার গান গা ।।
রক্তে কেনা বাংলা ভাষা,
রক্তে কেনা দেশ,
ভালোবেসে বাংলা আমি,
বাংলায় আছি বেশ ।
এসব ছাড়া কোন কিছু
ভালো লাগেনা!
না, না, না, ভালো লাগেনা ।।
বাংলা আমার জীবন মরন,
বাংলায় শুরু শেষ
মা মাটি আর মানুষ নিয়ে
সময় কাটে বেশ ।
এসব ছাড়া কেনা কিছু
মন ভুলায় না!
না, না, না, মন ভুলায় না ।।
বাংলা আমার ভালোবাসা,
বাংলায় আমার প্রেম,
সুখে দুঃখে হেথা খুজি,
মনি, মুক্তা, হেম ।
এসব ছাড়া কোন কিছু
মনে ধরেনা!
না, না, না, মনে ধরেনা ।।
অন্য বোলে না!
না, না, না, অন্য বোলে না!
তোরা সব বাংলা গান গা,
তোরা সব বাংলার গান গা ।।
রক্তে কেনা বাংলা ভাষা,
রক্তে কেনা দেশ,
ভালোবেসে বাংলা আমি,
বাংলায় আছি বেশ ।
এসব ছাড়া কোন কিছু
ভালো লাগেনা!
না, না, না, ভালো লাগেনা ।।
বাংলা আমার জীবন মরন,
বাংলায় শুরু শেষ
মা মাটি আর মানুষ নিয়ে
সময় কাটে বেশ ।
এসব ছাড়া কেনা কিছু
মন ভুলায় না!
না, না, না, মন ভুলায় না ।।
বাংলা আমার ভালোবাসা,
বাংলায় আমার প্রেম,
সুখে দুঃখে হেথা খুজি,
মনি, মুক্তা, হেম ।
এসব ছাড়া কোন কিছু
মনে ধরেনা!
না, না, না, মনে ধরেনা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন