একদিন এই বামুনে দুই হাত
স্পর্শ করেছিলো গোলগাল একখানা চাঁদ !
স্পর্শ, অনুভূত
ঐ চাঁদ অবয়বে উপহৃত-
হারিনীর চোখের মত কাঁজল কালো দুই চোখের বাঁক !
সারস পাখির ঠোটের মত উচু লম্বা নাক !
কাঁচা সোনা রঙের বদনের মাঝে-
গোলাপের ঠোটের ভাজে ঝিনুকে মুক্তা লুকানো দাঁত !
হাসিতে জোসনামাখা লাজে -
স্নাত যুবক কবি নিয়ত পায় ভালোবাসার তীরের আঘাত !
একদিন এই বামুনে দুই হাত
স্পর্শ করেছিলো গোলগাল একখানা চাঁদ !
স্পর্শ করেছিলো গোলগাল একখানা চাঁদ !
স্পর্শ, অনুভূত
ঐ চাঁদ অবয়বে উপহৃত-
হারিনীর চোখের মত কাঁজল কালো দুই চোখের বাঁক !
সারস পাখির ঠোটের মত উচু লম্বা নাক !
কাঁচা সোনা রঙের বদনের মাঝে-
গোলাপের ঠোটের ভাজে ঝিনুকে মুক্তা লুকানো দাঁত !
হাসিতে জোসনামাখা লাজে -
স্নাত যুবক কবি নিয়ত পায় ভালোবাসার তীরের আঘাত !
একদিন এই বামুনে দুই হাত
স্পর্শ করেছিলো গোলগাল একখানা চাঁদ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন