ভালোবাসার ফান্দে পইড়া,
মন কাইন্দা কয়,
তোর বিরহের আগুনেও বুঝি,
পাহাড় হইব লয় ।।
মন কাইন্দা কয়,
তোর বিরহের আগুনেও বুঝি,
পাহাড় হইব লয় ।।
চোখের জলে মরুভুমি,
হইয়া যাইব নদী,
দুঃখের সাগর অন্তর জুড়ে,
বইয়া যাইব, সখী ।
তবুও কি তোরই দেখা, পাইবেনা এ হৃদয় ।।
হইয়া যাইব নদী,
দুঃখের সাগর অন্তর জুড়ে,
বইয়া যাইব, সখী ।
তবুও কি তোরই দেখা, পাইবেনা এ হৃদয় ।।
নীল আকাশ মেঘে ঢাইকা,
বইয়া যাইব ঝর,
ক্যামনে আমায় ভুইলা তুই,
হইয়া যাইবি পর ।
কি কইরা বাঁচব আমি, জীবন হইব ক্ষয় ।।
বইয়া যাইব ঝর,
ক্যামনে আমায় ভুইলা তুই,
হইয়া যাইবি পর ।
কি কইরা বাঁচব আমি, জীবন হইব ক্ষয় ।।
তবু কইলাম বইসা থাকবো,
আমি হইয়া চন্ডীদাস,
রজকিনী হইয়া তুই,
একবার দেইখা যাইস ।
মনের আশা হইলে পুরন, প্রেমের হইব জয় ।।
আমি হইয়া চন্ডীদাস,
রজকিনী হইয়া তুই,
একবার দেইখা যাইস ।
মনের আশা হইলে পুরন, প্রেমের হইব জয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন