বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

বিরহে চন্ডীদাস

ভালোবাসার ফান্দে পইড়া, 
মন কাইন্দা কয়,
তোর বিরহের আগুনেও বুঝি, 
পাহাড় হইব লয় ।।

চোখের জলে মরুভুমি,
হইয়া যাইব নদী,
দুঃখের সাগর অন্তর জুড়ে,
বইয়া যাইব, সখী ।
তবুও কি তোরই দেখা, পাইবেনা এ হৃদয় ।।

নীল আকাশ মেঘে ঢাইকা,
বইয়া যাইব ঝর,
ক্যামনে আমায় ভুইলা তুই, 
হইয়া যাইবি পর ।
কি কইরা বাঁচব আমি, জীবন হইব ক্ষয় ।।

তবু কইলাম বইসা থাকবো, 
আমি হইয়া চন্ডীদাস,
রজকিনী হইয়া তুই, 
একবার দেইখা যাইস ।
মনের আশা হইলে পুরন, প্রেমের হইব জয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন