এই কাঁচা মাটির ঘর,
জানি, হইবে একদিন পর,
কি কামাইলা ভাবোরে মন
বইসা এ দুনিয়ার উপর ।।
কতক্ষন আর এই বাহাদুরি,
উড়াইবে মন রঙিন ঘুড়ি,
নিইভা গেলে চোখের আলো-
হইব আন্ধার বসত ঘর ।।
হায়রে নিশ্বাসে বিশ্বাস কতো
ভবে সুখ দুঃখর সময় তত
দম ফুরাইলে এই জীবনে
কোন কুল হইব তোর ।।
বসত কইরা মাটির ঘরে
সাজাও জনম পুণ্য করে
যতন কইরা রতন মিলাও
বানাও সাদা রূপ অন্তর ।।
জানি, হইবে একদিন পর,
কি কামাইলা ভাবোরে মন
বইসা এ দুনিয়ার উপর ।।
কতক্ষন আর এই বাহাদুরি,
উড়াইবে মন রঙিন ঘুড়ি,
নিইভা গেলে চোখের আলো-
হইব আন্ধার বসত ঘর ।।
হায়রে নিশ্বাসে বিশ্বাস কতো
ভবে সুখ দুঃখর সময় তত
দম ফুরাইলে এই জীবনে
কোন কুল হইব তোর ।।
বসত কইরা মাটির ঘরে
সাজাও জনম পুণ্য করে
যতন কইরা রতন মিলাও
বানাও সাদা রূপ অন্তর ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন