মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

পতাকা প্রেম

একাত্তরের বিজয় নিশান
উড়ছে এই বাংলার বুকে,
লাল সবুজের ভালোবাসায়
উড়ছে স্বাধীনতার সুখে ।।

এই পতাকা ভালোবেসে-
হলো শহীদ ত্রিশ লক্ষ প্রাণ,
এই পতাকা ভালোবেসে- 
হারালো দুই লক্ষ মা সম্মান,
পতাকা প্রেমের এইছবি আঁকো- 
তরুন বন্ধু তোমার বুকে ।।

বিজয়ের গানে চেতনা জাগাও প্রাণে
মহান মুক্তিযুদ্ধের,
বুকে রেখে হাত নাও সবাই শপথ
দেশপ্রেম শুদ্ধের, 
দেশ গড়ার স্বপ্ন আঁকো-
তরুন বন্ধু তোমার বুকে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন